বছরের সেরা ১০ স্টোরি দেখাবে ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

ব্যবহারকারীদের জন্য প্লেব্যাক ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম। ২০২১ সালের বছরজুড়ে যত ছবি ও ভিডিও শেয়ার করেছেন তার মধ্যে সেরা ১০টি ছবি ও ভিডিও প্লেব্যাক আকারে দেখানে ইনস্টাগ্রাম। মেটার নিজস্ব প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক সপ্তাহ থাকছে এই ফিচারটি।

সারাবছরই ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম গ্রাহকদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজর হচ্ছে। তারই ধারাবাহিকতায় বছরের শেষে এই চমক এলো ব্যবহারকারীদের জন্য। এই ফিচারে ২০২১ সালে সেরার সেরা স্টোরিজ়ের রিক্যাপ, ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে এই ইমেজ ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে গ্রাহকদের কাছে স্টোরিজের একটা সেট নিয়ে আসা হবে। এরপরই গ্রাহকরা নিজেদের প্লেব্যাক ভিডিও শেয়ার করার আগে তা রিমুভ এবং সিলেকশনের অপশন পাবেন। এরইমধ্যে ফিচারটি চালু হয়েছে। যা ব্যবহার করা যাবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।

এরইমধ্যে ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ফিডে একটি বাটন দেওয়া হয়েছে। যেখানে একটি ব্যানার দেখানো হচ্ছে। এই বাটনের সাহায্যেই ইউজাররা নিজেদের স্টোরি আর্কাইভ থেকে স্টোরি কিউরেট করতে পারবেন। পুরোনো স্টোরিগুলোই ব্যবহারকারীর প্রোফাইলে ২০২১ প্লেব্যাক আকারে দেখানো হবে।

স্বয়ংক্রিয়ভাবে যে স্টোরি সিলেক্টেড হয়ে যাবে। সেগুলো থেকে বেছে বেছে রিমুভও করতে পারবেন ব্যবহারকারী।স্টোরি রি-শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রামের নতুন এই প্লেব্যাক ফিচারে ছোট গ্রুপ বা ব্যবসায়ীদেরও সারা বছরের সেরা মুহূর্ত তুলে ধরা যাবে।

ব্যবহারকারীরা নিজেদের সারা বছরের ইয়ার ইন রিভিউ ভিডিও ক্রিয়েট করতে পারবেন। যেখানে তাদের সারা বছরের ইনস্টা স্টোরির রিক্যাপ দেখানো হবে। এর সাহায্যে ব্যবহারকারীরা সারা বছরের সেরা ১০টি পোস্টের গ্রিড তৈরি করে তা স্টোরিতে শেয়ার করতে পারবেন।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।