এসএমএসে পাওয়া যাবে ভোটকেন্দ্রের তথ্য
পৌরসভা নির্বাচনে ভোটাররা ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম নিজেদের মোবাইল ফোনের এসএমএম বার্তায় জানতে পারবেন। মোবাইল ফোনে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য ভোটারকে তার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিসি লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লিখতে হবে। এরপর তা ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ভোটারকে তার ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে।
যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের এনআইডি নম্বরের আগে জন্মসাল লিখতে হবে। কমিশনের সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, সবগুলো মোবাইল ফোন অপারেটর থেকেই নির্দিষ্ট চার্জ প্রদান সাপেক্ষে ভোটাররা এ সেবাটি পাবেন। কেবল ভোটের দিনই এ সেবা কার্যকর থাকবে।
এসকেডি/আরআইপি