ইন্টেলের স্মার্টব্যান্ড
এবার নারীদের জন্য পরিধেয় স্মার্টব্যান্ড আনলো যুক্তরাষ্ট্রের চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন। স্বর্ণ খচিত ও সাপের চামড়া সদৃশ স্মার্টব্যান্ডটির নাম দেওয়া হয়েছে ‘মাই ইন্টিলিজ্যান্ট কমিউনিকেশন অ্যাক্সেসরি’ (এমআইসিএ)।
টেক্সট মেসেজ ও জরুরি মেইলের বিষয়ে ব্যবহারকারীকে সর্কত বার্তা দেবে স্মার্টব্যান্ডটি। এছাড়া ক্যালেন্ডার এবং ইভেন্ট বিষয়ক নোটিফিকশনও গুরুত্ব সহকারে জানাবে এটি।
ব্যক্তিগত বিষয় ‘টাইম টু গো’ (কখন যেতে হবে), পরবর্তীতে আপনার নির্ধারিত কী কাজ রয়েছে সে বিষয়ে জানান দেবে এমআইসিএ। একবার চার্জে স্মার্টব্যান্ডটি দু’দিন চলবে বলে জানিয়েছে ইন্টেল। স্মার্টব্যান্ডটিতে ১৮কে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। কার্ভ আকৃতির টাচ পর্দায় ব্যবহার করা হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন স্যাপায়ার গ্লাস।
ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টব্যান্ডটি পাওয়া যাবে। পরবর্তীতে নিউইয়র্ক ও লসঅ্যাঞ্জেলসের বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্রের বাজারের জন্য স্মার্টব্যান্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৫ ডলার (শর্ত সাপেক্ষে) (১ ডলার সমান ৭৮ টাকা)।