মঙ্গলে মিশন স্থগিত করলো নাসা


প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

মঙ্গল গ্রহে নিজেদের পরবর্তী মিশন স্থগিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। একটি প্রধান গবেষণা উপাত্তে ত্রুটি পাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। খবর বিবিসি।

এই অভিযানের মাধ্যমে মঙ্গল গ্রহের তাপমাত্রা এবং ভূকম্পনের মাত্রা নিরুপন করার কথা ছিলো। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি এখন আর সম্ভব হচ্ছেনা।  

মঙ্গল গ্রহে পরবর্তী মিশন পরিচালনার জন্য মঙ্গল এবং পৃথিবীকে যে অবস্থানে আসতে হবে, ২০১৮ সালের আগে সেটি হবে না বলে জানিয়েছে নাসা।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।