স্যোসাল নেটওয়ার্কিং সার্ভিস ইতিবাচক মনে করেন বাংলাদেশিরা


প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

স্যোসাল নেটওয়ার্কিং সার্ভিস (এসএনএস) প্রাত্যহিক জীবনে অনেক ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে করেন বাংলাদেশের ৭৫ দশমিক ৬ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। অন্যদিকে ৬ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারীর মতে এসএনএস প্রাত্যহিক জীবনের জন্য নেতিবাচক।

সম্প্রতি ৭ হাজার ৩৯৫ জন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশির ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্বের শীর্ষ থার্ড পার্টি মোবাইল ব্রাউজার (স্ট্যাটকাউন্টারের তথ্যানুযায়ী) ইউসি ব্রাউজার (UC Browser)।

জরিপে অংশ নেয়া ৮৫ দশমিক ১ শতাংশ বাংলাদেশির মতে, দেশের সবচেয়ে জনপ্রিয় এসএনএস হচ্ছে ফেসবুক। ৭০ শতাংশের বেশি স্যোসাল নেটওয়াকিং ব্যবহারকারী প্রতিদিন ১ ঘণ্টারও বেশি এসএনএস ব্যবহার করেন, যারা হেভি ইউজারের অন্তর্ভূক্ত।

জরিপে পাওয়া আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে:
অন্যান্য অ্যাপস ও ব্রাউজারের তুলনায় বেশিরভাগ ব্যবহারকারী ইউসি ব্রাউজারের মাধ্যমে স্যোসাল নেটওয়ার্ক ব্যবহার করেন;
দ্রুততর ফেসবুক সার্ফিং, ফটো আপলোডিং, রিয়েলটাইম ফেসবুক নোটিফিকেশন ইত্যাদির মাধ্যমে আকর্ষণীয় স্যোসাল ফিচার প্রদান করায় ৮০ শতাংশ মানুষ ইউসি ব্রাউজারকে বেছে নিয়েছেন;
ব্যক্তিগত পরিচয়ের চেয়ে অনলাইন সম্পর্ক কম গুরুত্বপূর্ণ নয়। অর্ধেকের বেশি ফেসবুক ব্যবহারকারীর ৩০০ জনের বেশি বন্ধু রয়েছে;
প্রতি ১০ জনে ৬ জন ব্যবহারকারী অনলাইন বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করেন এবং প্রেফাইল পিকচার নতুন বন্ধু বানাতে সহায়তা করে। ৮০ শতাংশ স্যোসাল নেটওয়ার্ক ইউজারের মতে ফেসবুক প্রোফাইল পিকচার গুরুত্বপূর্ণ।   

ফেসবুকের ঘনিষ্ট বন্ধু বোঝাতে ইউসি ব্রাউজার প্রবর্তিত নতুন শব্দ ‘ফ্রেন্ড বেস্ট’ শব্দটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনন্য প্রযুক্তি প্রদানই নয়, দেশে ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার পেছনে রয়েছে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণের সুযোগ।

ইউসিওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে বলেন, ‌বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক বাজার, এখানকার চলমান অগ্রগতিতে আমরা গর্বিত। ক্রমাগত আমাদের পণ্যের উন্নয়ন এবং বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আরো স্বাচ্ছন্দ্যময় সেবা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাব। শিগগিরই আসছে বিশ্বের প্রথম বাংলা ব্রাউজার।      

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।