মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে


প্রকাশিত: ০১:০৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার জন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার বিটিআরসির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার , বাংলালিংকের ৩ কোটি ২৯ লাখ ৫৬ হাজার, রবির ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার, এয়ারটেলের ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার, সিটিসেলের(প্যাসিফিক বাংলাদেশ টেলিকম) ১০ লাখ ৩৪ হাজার এবং টেলিটকের ৪০ লাখ ৫৭ হাজার গ্রাহক রয়েছে।

গত মে মাসে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৬৬২ জন।

আরএম/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।