রবি’র নেটওয়ার্ক সম্প্রসারণে আইএফসি’র অর্থায়ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

মোবাইল অপারেটর রবির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংকের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)।

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রবির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুপুন বীরাসিংহে এবং আইএফসির সিনিয়র কান্ট্রি অফিসার এম. রেহান রশীদ।

নিরানব্বই মিলিয়ন ইউএস ডলারের দীর্ঘ মেয়াদি ঋণ সুবিধা নিয়ে রবি মোবাইল নেটওয়ার্কের বাইরের এলাকায় বিশেষত গ্রাম এলাকায় সম্প্রসারিত নেটওয়ার্কের মাধ্যমে আরো বেশি জনগণকে টেলিযোগাযোগ সেবার আওতায় নিয়ে আসতে সাহায্য করবে। ঋণ সহায়তার একটি বড় অংশ রবির ৩.৫ জি মোবাইল নেটওয়ার্কের বিস্তৃতি এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো হবে।

এ চুক্তি বাংলাদেশে গ্রাহকের কাছে রবির মানসম্মত সেবা প্রদানে অব্যাহত অগ্রগতিরই মাইলফলক। শক্তিশালী কর্পোরেট সুশাসন বজায় রেখে অব্যাহত গতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রবি সব সময়ই আপসহীন। স্থানীয় ও বৈদেশিক ঋণ এবং সেই সাথে অংশীদারদের অবদানের মাধ্যমে সবচয়ে ভালো মূলধনী কাঠামোর গড়ে তোলার চেষ্টা করছে।

চুক্তি সম্পর্কে রবি’র এমডি ও সিইও সুপুন বলেন, রবি’র প্রতি আইএফসি আস্থা স্থাপন করায় আমরা সত্যি কৃতজ্ঞ। এটি বাংলাদেশের ভবিষ্যতের উপর বিশ্ব ব্যাংকের মতো আর্ন্তজাতিক সংস্থার আস্থারই প্রতিফলন।

আজিয়াটার লক্ষ্য এশিয়াকে এগিয়ে নিতে শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর হিসাবে রবি সব সময় তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে নেটওয়ার্ক জোরদারে বেশি বিনিয়োগ করে এসেছে। আইএফসি’র সাথে এ চুক্তি আজিয়াটার লক্ষ্য পূরণ, কর্পোরেট সুশাসন ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার আরো এক ধাপ এগিয়ে রাখবে বলে দাবি করেন তিনি।

আইএফসি’র সিনিয়র কান্ট্রি অফিসার এম. রেহান রশীদ বলেন, দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠানের নীতিমালা সমুন্নত রাখার মাধ্যমে রবি মোবাইল টেলিযোগাযোগ শিল্পে একটি দৃঢ় অবস্থান করে নিয়েছে। আমরা দেখেছি যে, গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য রবি সফলভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে। আইএফসি মূলত রবির টেকসই ব্যবসার লক্ষ্যে শক্তিশালী কর্পোরেট সুশাসন কাঠামোয় মুগ্ধ। রবি’র সাথে এই অংশীদারিত্বে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, আমরা মনে করি, এই অর্থসহায়তা রবিকে প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সাহায্য করবে যা ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে আরো এক ধাপ এগিয়ে নেবে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) এবং বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার মো. খাইরুল আনাম, রবি’র চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ ওয়াই ইপ, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অপারেশনস অফিসার মোহাম্মদ লুৎফুল্লাহ, মো. আবদুস জাহের এনডিসি, সালমা নাসরীন এনডিসি এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান উপস্থিত ছিলেন।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।