রিয়েলমি জিটি মাস্টারে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি প্রসেসর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০২ অক্টোবর ২০২১

চলতি বছরের মধ্যেই রাজধানীতে ৫জি প্রযুক্তি চালু করার প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ। তাই সাধারণ মানুষের জন্য ৫জি ফোন সহজলভ্য করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের সর্বস্তরের মানুষের জন্য ৫জি প্রযুক্তি ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে রিয়েলমি।

তারই ধারাবাহিকতায় রিয়েলমি বাজারে নিয়ে এসেছে তাদের জিটি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি জিটি মাস্টার এডিশন’। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://cutt.ly/realme_GTME

দেশের সর্বপ্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি ফ্ল্যাগশিপ প্রসেসর সম্বলিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোন ব্যবহারকারীদেরকে জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। এটি ৬ ন্যানোমিটার প্রোডাশন প্রসেসে তৈরি, রয়েছে সিক্সথ এআই ইঞ্জিন। স্মার্টফোনটিতে ভ্যাপার চেম্বার রয়েছে যা স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করলেও রিয়েলমি জিটি মাস্টার এডিশন মাত্রাতিরিক্ত গরম হবে না।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি ডিজাইন করেছেন বিখ্যাত জাপানি শিল্প ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের অস্কারখ্যাত- আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে রিয়েলমি’র এই স্মার্টফোনটি। এ স্মার্টফোনে শতভাগ ভেগান লেদার ও স্প্লিট ভেগান লেদার প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে।

৬.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুলস্ক্রিন ও ওয়াইড কালার ডিসপ্লে-যুক্ত জিটি মাস্টার এডিশন ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে, যার ফলে প্রতিটি স্ক্রল মনে হয় সিল্কের মত মসৃণ। এর সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিটস যা আউটডোরে দুর্দান্ত ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে।

স্মার্টফোনটির ব্যবহারের অভিজ্ঞতা তরুণদের জন্য বিশেষভাবে সুবিধাজনক, কারণ এতে রয়েছে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সুবিধা। এটি হাই কারেন্ট ফ্ল্যাশ চার্জিং সমর্থন করে এবং চার্জিংয়ের ক্ষেত্রে অধিক কার্যকারীতা নিশ্চিত করে। ডুয়াল সেল ডিজাইন থাকায় এটিতে চার্জিং হবে খুবই নিরাপদ এবং দ্রুত। রিয়েলমি জিটি মাস্টার এডিশনে ১৩ মিনিটে ০-৫০% চার্জ হবে।

এছাড়া রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে বিশ্বের সর্বপ্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা, ১১৯ ডিগ্রী আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স। প্রথমবারের মতো থাকছে, ডিএইএস স্ন্যাপশট সুবিধা। যাতে করে চলমান বস্তুর ছবি তোলা যাবে চমৎকার ডিটেইলস বজার রেখে।

এ মোবাইলে রয়েছে ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা।

এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আপগ্রেডেড প্রোটেকশন কেইস, রিয়েলমি ইউআই ২.০ এবং রিয়েল কোয়ালিটি রয়েছে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রোমসহ ফোনটি ৩৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।