বিকন ইনফোটেকের অপটিক্যাল ফাইবার প্রশিক্ষণ


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে নেটওয়ার্ক নিয়ে বিকন ইনফোটেরকন দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে রোববার। শনিবার রাজধানীর কাকরাইলে বিকন ইনফোটেকের কর্পোরেট কার্যালয়ে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা।

ভারতের অপটিক্যাল ফাইবার নির্মাতা প্রতিষ্ঠান আপার ইন্ড্রাস্ট্রিজের সহায়তায় এই প্রশিক্ষণ কমশালা পরিচালিত কর্মশালায় দেশে কর্মরত তিন এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্রান্সমিশন নেটওয়ার্ক) প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. (বিটিসিএল), সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম ছাড়াও শীর্ষস্থানীয় আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স) এবং ক্যাবল টিভি অপারেটররা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন দুইটি সেশন করে মোট চারটি সেশনে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মশালা।

কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ভারতের আপার ইন্ডাস্ট্রিজের ওয়ার্কশপ ফ্যাসিলিয়েটর ওয়াইকে গুপ্তা। কর্মশালার প্রথম দিনের প্রথম সেশনে অংশগ্রহণ করে বেসরকারি খাতের এনটিটিএন প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার, হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হুমায়ুন কবীর মোল্লা; সিনিয়র ম্যানেজার, কোয়ালিটি অ্যাস্যুরেন্স আবেদুর রহমানসহ কারিগরি, কেয়ালিটি অ্যাস্যুরেন্স ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের ২১ জন প্রতিনিধি।

এদিনের দ্বিতীয় সেশনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে এনটিটিএন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ছাড়াও ছিল বাংলা ডটনেট ও দৃক আইসিটি। আজকের প্রথম সেশনে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ ২৯ জনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন কর্মশালায়।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।