বিশ্বের সর্বোচ্চ গতির সুপারকম্পিউটার তৈরি করছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৭ নভেম্বর ২০১৪

কম্পিউটিং খাতের গবেষণা ও দুটি উচ্চগতির সুপারকম্পিউটার তৈরিতে সাড়ে ৪২ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। খবর রয়টার্স।

এ বিষয়ে মার্কিন সরকারের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বিজ্ঞান গবেষণার পাশাপাশি পারমাণবিক অস্ত্র খাতে ব্যবহারের জন্য তারা এ কম্পিউটার তৈরি করতে যাচ্ছে। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির সামিট নামের সুপারকম্পিউটার ও লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির সিয়েরা নামের সুপারকম্পিউটারের জন্য সাড়ে ৩২ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন সরকার। পাশাপাশি কম্পিউটিং খাতের গবেষণায় বিনিয়োগ করা হবে বাকি ১০ কোটি ডলার।

এ কম্পিউটারগুলো তৈরিতে আইবিএম, এনভিডিয়া ও মেলানক্সের যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। আর নতুন কম্পিউটারগুলো দেশটির বর্তমান সর্বোচ্চ গতির সুপারকম্পিউটারের চেয়ে সাত গুণ বেশি গতিতে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।