নতুন মডেল নিয়ে আসছে ইয়ামাহা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০২১

আবারও নতুন মডেলের বাইক নিয়ে আসছে বাইকারদের প্রিয় ব্রান্ড ইয়ামাহা। এরই মধ্যে ইয়ামাহা আর-১৫ সিরিজের প্রতিটি মডেল ব্যাপক জনপ্রিয় হয়েছে। বাইকপ্রেমীরা অপেক্ষায় ছিলেন আর-১৫ এর ভার্সন ফোর কবে লঞ্চ করবে ইয়ামাহা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

এবার আর-১৫এম মডেলের আকর্ষণীয় বাইক নিয়ে আসছে ইয়ামাহা। জানা গেছে, ভার্সন থ্রি-এর চেয়ে আরও বেশি ফিচার্স থাকবে এই মডেলে।

এর আগেও এই মডেল টেস্ট করার সময় স্পট হয়েছিল। তাই ভার্সন থ্রি-এর মতো এই মডেলে ডুয়েল এলইডি থাকবে না। এর জায়গায় থাকবে সিঙ্গেল প্রোজেক্টর ইউনিট।

ইয়ামাহার এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক হিসেবে এমনিতেই আরওয়ানফাইভ বেশ জনপ্রিয়। আরওয়ানফাইভএম-এ দুটি স্লিক এলইডি ডিআরএল থাকবে বলে জানা যাচ্ছে।

ব্লুটুথ কানেক্টিভিটি, ইনস্ট্রুমেন্ট প্যানেল ও ইউএসডি ফোর্কস থাকবে এবারের মডেলে। বাইকের হ্যান্ডলিং আগের থেকে ভালো হবে। ১৫৫সিসি ইঞ্জিনে থাকবে ভিভিএ টেকনোলজি। এবারের মডেলটি ১৮এইচপি পাওয়ার সম্পন্ন। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে আগের মতোই।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।