টুইটারের সতর্কবার্তা


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

বিভিন্ন দেশের সরকার সমর্থিত হ্যাকাররা কিছু টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য কিছু ব্যবহারকারীকে সতর্ক করে দিয়েছে টুইটার।

তবে তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ এখনো পায়নি সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। কর্তৃপক্ষ বলছে, অল্প কিছু অ্যাকাউন্ট লক্ষ্য করে বিভিন্ন দেশের সরকার সমর্থিত হ্যাকাররা এ হামলা চালানোর চেষ্টা করছে। টুইটারে সম্ভাব্য আক্রমণ হতে পারে সন্দেহে বিষয়টি নিয়ে তদন্ত করেছে টুইটার। কিন্তু এনিয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

সরকারি তত্ত্বাবধানে সাইবার হামলা চালানোর বিষয়টি নিয়ে টুইটার একটি নোটিশ দিয়েছে। সম্প্রতি কানাডার অলাভজনক সংস্থা কোল্ডহ্যাক টুইটারের সতর্কবার্তা পেয়েছে বলে দাবি করেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।