সরকারকে ভ্যাট দিল আমাজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৪ পিএম, ১২ আগস্ট ২০২১

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর সরকারের কোষাগারে ভ্যাটের টাকা দিয়েছে জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট আমাজন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাট দিয়েছে।

আমাজন প্রথমবারের মতো মাসিক রির্টান জমা দিলেও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ও গুগল আগেই মাসিক ভ্যাট দিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশনের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ।

এর আগে গত জুলাইয়ে ফেসবুক দুই কোটি ৪৪ লাখ টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়। আর চলতি মাসে দুই কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে গুগল।

এসএম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।