ওলার ইলেকট্রিক স্কুটার লঞ্চিং ১৫ আগস্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৬ আগস্ট ২০২১

মানুষ এখন আর পেট্রোল চালিত গাড়ি কিংবা স্কুটার ব্যবহার করতে চাচ্ছে না। তাই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানও ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চেষ্টা চালাচ্ছে।

এরই মধ্যে ভারতের বাজারে ওলার ইলেকট্রিক স্কুটারের লঞ্চিংয়ের কথা জানা গেছে। এ স্কুটার দেখতে অসাধারণ, সেইসাথে আকর্ষণীয় ফিচার্সও থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

ওলার সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ১৫ অগাস্ট ভারতের বাজারে আসছে ওলা স্কুটার। দশটি রঙে পাওয়া যাবে এই স্কুটার। প্রতিটি স্কুটারের রঙ অসাধারণ সুন্দর বলে জানা গেছে।

ভারতীয় মুদ্রায় ৪৯৯ রুপি দিয়ে অনেকেই বুকিং করেছিলেন ওলার স্কুটার। ওলা এই স্কুটার ক্রেতার বাড়িতে ডেলিভারি করবে বলেও সম্প্রতি জানিয়েছিল।

বুকিং ওপেন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক লাখের বেশি স্কুটার বুক হয়েছিল। ১৫ অগাস্ট লঞ্চের আগে ওলা স্কুটার সম্পর্কে স্পেসিফিকেশন, দাম সম্পর্কে জানাবে সংস্থা।

জানা গেছে, ওলা স্কুটার একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার পথ চলতে পারবে। এই স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।