নতুন নামে ভারতে ফিরছে টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২২ জুলাই ২০২১

ভারতে একসময় ফেসবুক ইনস্টাগ্রামের চেয়েও তুমুল জনপ্রিয় ছিল টিকটক। কিন্তু চীনের সঙ্গে রাষ্ট্রীয় সংঘাত সূচনার পরপরই দেশটি টিকটকসহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

তবে এবার টিকটক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। আবারও চালু হচ্ছে একই অ্যাপ। জানা গেছে, এবার নাম পরিবর্তন করে আসছে অ্যাপটি।

চীনা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস দফতরে এ অ্যাপ্লিকেশনটির নতুন নামের জন্য ফাইল জমা দিয়েছে। তবে এটি কোন নামে ভারতে আসবে তা প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ডিজাইন, ট্রেডমার্ক সবকিছুই আগেভাগে নিজেদের মতো রেখেই ভারতে আসার পরিকল্পনা করছে সংস্থাটি।

তবে কবে নাগাদ চালু হবে অ্যাপটি তা জানা যায়নি।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।