জয়ের হস্তক্ষেপে খুললো ফেসবুক

আরিফুল ইসলাম আরমান
আরিফুল ইসলাম আরমান আরিফুল ইসলাম আরমান
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার দুপুরে একযোগে ফেসবুক খুলে দেয়ার ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিটিআরসি`র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

তবে দীর্ঘদিন পর ফেসবুক খোলার পেছনে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলদেশের তরুণ প্রজন্মের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে অশেষ ধন্যবাদ বাংলাদেশে ফেসবুক পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।