অবশেষে খুললো ফেসবুক


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশে সাময়কিভাবে বন্ধ থাকা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অবশেষে খুলে দেয়া হয়েছে। বিটিআরসি`র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ফেসবুক খুললেও অ্যাপসগুলো খুলতে আরো কয়েক দিনের আনুষ্ঠানিকতা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এগুলো বন্ধ করা হয়েছিল।

এসএ/আরএম/আরএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।