গ্রামীণফোন গ্রাহকরা পাচ্ছেন আইফোন সিক্স


প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ নভেম্বর ২০১৪

গ্রাহকেরা এখন খুব সহজেই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন বহু প্রতীক্ষিত ফোন আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাস। ফোন কেনার জন্য গ্রাহকরা প্রি-অর্ডার করতে পারবেন শুক্রবার থেকে। এসব ফোন গ্রাহকরা গ্রহণ করতে পারবেন ২০ নভেম্বর।

এই আকর্ষণীয় প্যাকেজে গ্রাহকরা নির্ধারিত ইন্টারনেট প্যাকেজে ৫০% পর্যন্ত ছাড় পাবেন এবং বিশেষ অফারে তিন জিবি ইন্টারনেট পাবেন বিনামূল্যে। প্রি অর্ডার করা গ্রাহকরা আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাস কেনার জন্য ১২ মাসের কিস্তির সুযোগও পাচ্ছেন। এই অফারের আওতায় আইফোন ৬-১৬ জিবি এর মূল্য ৭৩,৮২৫ টাকা, আইফোন ৬-৬৪ জিবি এর মূল্য ৮৫ হাজার ২০০ টাকা এবং আইফোন সিক্স প্লাস-১৬ জিবি এর মূল্য ৮৫ হাজার ২০০ টাকা।

ফোন দুটি কেনার জন্য ক্যাশ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। প্রি অর্ডারকারীরা বাকি অর্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৯ থেকে ১২ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে পারবে। প্রি বুকিং পরবর্তী ক্রেতাদের জন্য ৯ মাসের কিস্তি প্রযোজ্য হবে।

গ্রাহকদের জন্য আইফোন ৬-১৬ জিবি এর ১২ মাসের মাসিক কিস্তি ৫ হাজার ৩১৯ টাকা, আইফোন ৬-৬৪ জিবি এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবি এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা।

অ্যাপেলের সাধারণ ওয়ারেন্টি পলিসি অনুযায়ী গ্রাহকেরা ১ বছরের ওয়ারেন্টি পাবেন। আইফোন ৬-১৬ জিবি পাওয়া যাবে স্পেস গ্রে, সিলভার ও গোল্ড, আইফোন ৬-৬৪ জিবি পাওয়া যাবে স্পেস গ্রে ও সিলভার এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবি পাওয়া যাবে শুধুমাত্র স্পেস গ্রে রঙে। -সংবাদ বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।