বাংলাদেশে ‘ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল’ এর যাত্রা শুরু


প্রকাশিত: ০৬:০০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ফেনক্স আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন ফেনক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ড. আনিস উজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিভিন্ন ব্যাংক ও বীমার শীর্ষ কর্মকর্তা, বেসিস ও অন্যান্য বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি সেক্টর শিগগিরই শেয়ার মার্কেটে অর্ন্তভুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিমন্ত্রী ফেনক্সের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছবে বলেও আশা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমেদ পলক বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অগ্রগতি, হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বিশ্বে পরবর্তী আইটি ডেস্টেনেশন হিসেবে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে।

আরএম/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।