টোটোলিংকের ওয়্যারলেস রাউটার এখন বাংলাদেশের বাজারে


প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

বিশ্বখ্যাত টোটোলিংকের একই সাথে ত্রিজি/ফোরজি-তে কার্যকর নতুন দুটি ওয়্যারলেস রাউটার জি ১৫০ আর এবং জি ৩০০ আর বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। ব্যবহারকারীর সর্বোৎকৃষ্ট এক্সেস কন্ট্রোলের জন্য রয়েছে মাল্টিপল এসএসআইডি, অসাধারণ ব্যান্ডউডথ  কন্ট্রোলের এর জন্য কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির ডাব্লিউপিএ/ডাব্লিউপি ২।

জি ১৫০ আর রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটোয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ১*৫ডিবিআই একটি ফিক্সড অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে।

জি ৩০০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত নেটোয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ২*৫ডিবিআই দুটি ফিক্সড অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে।

রাউটার দুটিতে রয়েছে ইউএসবি পোর্ট যার মাধ্যমে ৩জি মোডেম সংযোগ দেয়া যায়। ল্যান, ওয়্যান এবং ভিল্যান ইন্টারফেস সমর্থন যোগ্য রাউটার দুটির  মূল্য যথাক্রমে ২ হাজার ১শ’ টাকা এবং ২ হাজার ৫শ’ টাকা।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।