কাল ৮ ঘণ্টা ধীরগতি থাকতে পারে ইন্টারনেটের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৭ মে ২০২১

কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের কারণে আগামীকাল (শুক্রবার) ইন্টারনেটের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। এদিন ইন্টারনেট ধীরগতিও হতে পারে।

বঙ্গোপসাগরের নিচ দিয়ে আনা ক্যাবলের মেরামত কাজের জন্য বেলা ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সমস্যা হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের সাবমেরিন ক্যাবলের কাজ করতে প্রায় আট ঘণ্টার মতো সময় লাগতে পারে।

এইচএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।