ব্ল্যাক ফ্রাইডেতে ৮০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে কেইমু


প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

অনলাইনে ক্রেতাদের কেনাকাটার ধুম নিয়ে বাংলাদেশেও অভিষেক ঘটতে যাচ্ছে ‘ব্ল্যাক ফ্রাইডে’। অনলাইন কেনাকাটা উৎসবের এই আয়োজন করতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস kaymu.com.bd। আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) কেইমু ডটকম পালন করবে ব্ল্যাক ফ্রাইডে। ফলে গ্রাহকরার ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পণ্য কিনতে পারবেন শীর্ষস্থানীয় এই ই-কমার্স সাইট থেকে।

এ বিষয়ে অনলাইন মার্কেটপ্লেস কেইমু ডটকম ডট বিডির কান্ট্রি ম্যানেজার কাজী জুলকারনাইন বললেন, “বাংলাদেশে সর্ব প্রথম ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আসছে কেইমু। সর্বস্তরের ক্রেতাদের কথা মাথায় রেখেই আমদের এই ব্ল্যাক ফ্রাইডে অফার সাজানো হয়েছে, যেখানে ক্রেতারা সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে পণ্য নির্বাচনের সুযোগ পাবেন।”

তিনি আরও জানান, “বিশ্বজুড়ে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে পালিত হলেও দেশে অনলাইন সোশ্যাল মিডিয়া ব্লকেডের কারণে আমরা এই দিবসটি উদযাপনের সময় এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা। আমরা আশা করছি গ্রাহকদের মাঝে বেশ সাড়া পাবে। টেলিভিশন থেকে শুরু করে সানগ্লাস কিংবা জুতো, এই শুক্রবার কেইমু ডট কমে থাকবে অবিশ্বাস্য ছাড়ের মেলা!”

ব্ল্যাক ফ্রাইডের এই অফারে মাত্র ৫০ টাকায় ঘড়ি, ৬০ টাকায় মেমোরি কার্ড ও মাউস কেনা যাবে। মাত্র ১৮০ টাকায় মিলবে এমথ্রি প্লেয়ার আর হেডফোন কেনা যাবে ৯৯ টাকায়। এছাড়া ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সসহ শতাধিক পণ্যে ছাড় দেয়া হবে কেউমু ডটকমে।

অফার গ্রহণ করতে অনলাইনে www.kaymu.com.bd/black-friday ঠিকানায় গিয়ে অথবা কেইমুর মোবাইল অ্যাপ থেকেও ওইদিন অর্ডার করা যাবে। এছাড়া যেকোনো পণ্য ক্রয়-বিক্রয় করার সব নিয়মকানুন জানতে যুক্ত হতে পারেন কেইমুর ফেসবুক পেইজে (facebook.com/Kaymubd)। ২০১৩ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে কেইমু ডটকম।

প্রতিষ্ঠার খুব অল্প সময়ের মধ্যেই কেইমু ক্রেতা-বিক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কেইমুতে বই থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ফ্যাশন সামগ্রী, জুয়েলারি, বাচ্চাদের খেলনা এবং ওয়েডিং সামগ্রী কেনাবেচা করা যায়।

এএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।