বাড়িতে অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৩ মে ২০২১

করোনা মহামারিতে অনেকেই ঘরে অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করছেন। কিছুদিন আগেও এই যন্ত্রের সঙ্গে অনেকেই পরিচিত ছিলেন না। ঘরের বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়াতে ব্যবহার করা হয় এই যন্ত্র। তবে এই যন্ত্র কীভাবে সেটআপ করতে হয় আর কীভাবেই বা ব্যবহার করতে হয়, তা অনেকেরই অজানা।

অক্সিজেন কনসেনট্রেটরের কাজ কী? এটি আসলে ঘরের ভিতর থেকে বাতাস টেনে, তা গরম করে বাতাস থেকে নাইট্রোজেন সরিয়ে শুধু বেশি ঘনত্বের অক্সিজেন সরবরাহ করে। করোনাকালে এই যন্ত্রটি অনেকেই কিনে ঘরে ব্যবহার করা শুরু করেছেন। জেনে নিন অক্সিজেন কনসেনট্রেটর সেটআপের আগে যা যা প্রয়োজন -

>> একটি 1 kv স্টেবিলাইজার অক্সিজেন কনসেনট্রেটরের সঙ্গে কানেকটেড থাকবে।

>> বাক্সে সব অ্যাকসেসারিজ আছে কি-না, দেখে নিন। ফিল্টার, ওয়াটার হিউমিডিফায়ার বোতল, ব্রিদিং টিউব, পাওয়ার কেবেল-সহ বিভিন্ন অ্যাক্সেসারিজ় থাকবে অক্সিজেন কনসেনট্রেটরের রিটেইল বক্সে।

jagonews24

>> একটি থ্রি পিন সকেটে কানেক্ট করুন। ভুলেও এক্সটেনশন বোর্ড ব্যবহার করবেন না।

>> এক বোতল গরম পানি সঙ্গে রাখুন। RO ফিল্টারের পানি হলে ভালো হয়।

>> ব্যবহারের আগে হাত ধুয়ে নিন।

>> দেওয়াল ও পর্দা থেকে দূরে ফাঁকা জায়গায় অক্সিজেন কনসেনট্রেটরটি রাখুন।

>> আশপাশে কোথাও আগুন জ্বললে নিভিয়ে দিন, এমনকি দাহ্য পদার্থ থাকলে তা সরিয়ে দিন।

>> সাবধানে যন্ত্রটি ও সব অ্যাক্সেসারিজ বাক্স থেকে বের করুন।

>> নীচ থেকে সেফটি বেল্ট খুলে দিন।

jagonews24

>> একটি পাওয়ার সকেটের কাছে অক্সিজেন কনসেনট্রেটর রাখুন।

>> ফিল্টারটি গরম পানিতে জলে ধুয়ে নিন। কালো রঙের ফিল্টারটি ধুয়ে, যন্ত্রের মধ্যে যথাস্থানে বসিয়ে দিন।

>> এবার হিউমিডিফায়ার বোতলে উষ্ণ জল ভরুন।

>> তারপর হিউমিডিফায়ার বোতলটি মেশিনে সঠিক জায়গায় বসিয়ে, মেশিনের নজেল কানেক্ট করুন।

>> অক্সিজেন ক্যানুলা হিউমিডিফায়ার বোতলে যুক্ত করুন।

>> এবার যন্ত্রটিকে একটি 1 kv স্টেবিলাইজারের সঙ্গে জুড়ে দিন।

>> তারপরে নব ঘুরিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অক্সিজেন ফ্লো সেট করুন।

jagonews24

অক্সিজেন কনসেনট্রেটর রক্ষণাবেক্ষণ করবেন যেভাবে-

>> নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন এবং হিউমিডিফায়ার বোতলের পানি ভরতে থাকুন।

>> যন্ত্রের পিছনে থাকা এয়ার ফিল্টার খুলে নিয়মিত গরম পানি দিয়ে পরিষ্কার করুন। শুকিয়ে গেলে ফের লাগিয়ে দিন।

>> ভিজে কাপড় দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর কেবিনেট পরিষ্কার করুন।

সূত্র: ইন্ডিয়া টাইমস

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।