সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত চিকিৎসকদের নাচের ভিডিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৯ এপ্রিল ২০২১

করোনা রোগীদের চিকিৎসা দিতে দিতে ক্লান্ত ডাক্তাররা মানসিকভাবে উজ্জীবীত থাকার জন্য একটু বিনোদনের চেষ্টা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এমনটা দেখা গেছে। সম্প্রতি আমাদের দেশের কয়েকজন ডাক্তারও এমন ব্যতিক্রমী কাজ করেছেন।

নিজেদের মনোবল ধরে রাখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক এবার নাচলেন। তাদের নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডাক্তারদের এই ভিডিও ব্যাপকভাবে প্রশংসিতও হয়েছে।

এই নাচের ভিডিও সোমবার (২৬ এপ্রিল) ফেসবুকে পোস্ট করেন ডা. শাশ্বত চন্দন তার। ভিডিওতে দেখা যায়, ডাক্তারদের ইউনিফর্ম পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরও দুজন চিকিৎসক এসে তার সঙ্গে অংশগ্রহণ করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

জানা গেছে এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বাস ও ডা. আনিকা হোসাইন খান।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।