ভিয়েতনামে স্যামসাংয়ের দ্বিতীয় কারখানা


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১১ নভেম্বর ২০১৪

ভিয়েতনামে সেলফোন কারখানা স্থাপনে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। দেশটিতে কারখানা স্থাপনের মাধ্যমে আশপাশের অঞ্চলে কম দামে মোবাইল ডিভাইস সরবরাহের পরিকল্পনা করছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। -খবর রয়টার্স

ভিয়েতনামে স্যামসাংয়ের বিনিয়োগ এই প্রথম নয়। চলতি বছরের মার্চেও প্রতিষ্ঠানটি দেশটিতে সেলফোন নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করে। দাই টুতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিয়েতনামে স্যামসাংয়ের দ্বিতীয় কারখানা স্থাপনে যে লাইসেন্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা প্রায় হয়ে গেছে। শিগগিরই এ লাইসেন্স পাচ্ছে কোরীয় প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে স্যামসাংয়ের ভিয়েতনাম শাখার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

নতুন কারখানাটি স্থাপন করা হবে দেশটির থাই নুয়েন প্রদেশে। কোরীয় প্রতিষ্ঠানটির অন্য কারখানাটিও একই প্রদেশে অবস্থিত। এশিয়াজুড়ে স্যামসাংয়ের বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। ভিয়েতনামে এ বিনিয়োগ সম্পন্ন হলে এশিয়ায় প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ১০০ কোটি ডলারে। স্মার্টফোনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রথম পছন্দ এশিয়ার বাজার। কারণ এ অঞ্চলের স্মার্টফোন বাজার এখনো পরিপক্ব হয়নি। ফলে এ অঞ্চলের উদীয়মান বাজারগুলোয় স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এদিকে সম্প্রতি স্যামসাংয়ের আয় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, তীব্র প্রতিযোগিতার মুখে মোবাইল ডিভাইসগুলোর দাম কমানোর কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে মোবাইল ডিভাইস সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠানটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।