সবুজ সংকেত পেলেই খুলে দেয়া হবে ফেসবুক-ভাইবার


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৮ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

আইন-শৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত পেলেই বন্ধ থাকা ফেসবুক-ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে ফেসবুকসহ অ্যাপসগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটা সাময়িক।

শনিবার দুপুরে মোবাইল ফোন কোম্পানি রবির উদ্যোগে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধ রোধে শিগগিরই আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ করছে সরকার। এরপর খুব শিগগিরই তা মন্ত্রিসভায় পাঠানো হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। সাইবার অপরাধ রোধ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে আমরা এখন ধীরে ধীরে সক্ষমতা অর্জন করছি।

দিন দিন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ১২ লাখ আর বর্তমানে তা বেড়ে সাড়ে পাঁচ কোটিতে দাঁড়িয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জে ১৬২ একর জমিতে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মন্তব্য করে জুনাইদ আহমেদ পলক বলেন, এ জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে মাটি ভরাটের কাজ দ্রুত গতিতে চলছে।

তিনি বলেন, সরকার দেশের জনগণের দোরগোড়ায় ইন্টারনেট পৌঁছে দিতে চায়। এ জন্য সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে এক লাখ ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রবির চিফ কর্পোরেট ও পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।