যেভাবে আপনার স্মার্টফোন সুরক্ষিত রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২১

এখন স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। তবে এর প্রধান শত্রু ধুলাবালি ও পানি। সামনে বৃষ্টির দিন আসছে। এখনই মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। বাইরে বের হলে যে কোনো সময় বৃষ্টির মুখোমুখী হতে পারেন।

তাই বাজারে ওয়াটার প্রুফ জিপার ব্যাগ কিনতে পাওয়া যায়। এই ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে রাখুন খেলুন। প্রয়োজনে একাধিক প্যাকেট ব্যবহার করুন।

একাধিক স্মার্টফোনের জন্য বাজারে ওয়াটারপ্রুফ কেস কিনতে পাওয়া যায়। এই ধরনের কেস ব্যবহার করলে ফোনের ভিতরে জল অথবা ধুলো ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

ধুলাময় পরিবেশে খুব বেশি ফোনে কথা বলার প্রয়োজন হলে ব্লুটুথ হেডসেট ব্যবহার করুন। বার বার পকেট থেকে ফোন বার করলে স্মার্টফোন ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়।

অনেকে রাতে স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে ফোনের ক্ষতি হয়। চার্জ হয়ে যাওয়ার পরে ফোনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হয়। এতে ফোন দীর্ঘদিন ভালো থাকে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।