বাজারে এলাে ভিভিটেকের পিসি লেস প্রোজেক্টর


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২২ নভেম্বর ২০১৫

গ্লোবাল ব্র্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাইওয়ানের জনপ্রিয় ব্র্যান্ড ভিভিটেকের পিসি-লেস প্রোজেক্টর, ডিএক্স-৮৬৪।

বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এই প্রোজেক্টরে রয়েছে এমব্যাডেড মাল্টিমিডিয়া প্লেয়ার যার মাধ্যমে পিসি ছাড়াও মাইক্রোসফট অফিস ডকুমেন্ট, ফটো, ভিডিও এবং অডিও ফাইল ব্যবহার করা যায়।

আধুনিক ডি.এল.পি প্রযুক্তির এই প্রোজেক্টরে রয়েছে থ্রিডি রেডি, ৩৫০০ আনসি লুমেন্স এবং ছয় হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্প লাইফ।

গ্লোবাল ব্র্র্যান্ড (প্রা:) লিমিটেড জানিয়েছে, প্রোজেক্টর ডিএক্স-৮৬৪ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার টাকা। বিক্রয়োত্তর সেবা ২ বছর (ল্যাম্প ১ বছর)।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।