আইএসের সাড়ে ৫ হাজার টুইটার অ্যাকাউন্টে সাইবার হামলা
ইসলামিক স্টেটের (আইএস) সাড়ে পাঁচ হাজার টুইটার অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়েছে হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। হামলার মাধ্যমে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলেও অ্যানোনিমাস সূত্রে জানানো হয়।
প্যারিসে আইএসের হামলার পরই সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয় অ্যানোনিমাস। #OpParis ক্যাম্পেইন শুরুর একদিন পরই সাইবার হামলা চালানো হয়। এ ক্যাম্পেইনের মাধ্যমে আইএসের সব সামাজিক যোগাযোগ সাইট বন্ধের উদ্যোগ নেয়া হয়।
তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টগুলো কীভাবে বন্ধ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। অ্যানোনিমাস সূত্রে জানানো হয়, অ্যাকাউন্টগুলো একটি অনলাইন ফোরামের সাইটে পোস্ট করা হয়। অ্যানোনিমাস হামলার কথা স্বীকার করলেও টুইটার কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে মুখ খোলেনি। সূত্র : এনডিটিভি।
এআরএস/এমএস