শেষ হলো ল্যাপটপ মেলা


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় আর পৃথিবী জয়ের স্বপ্ন নিয়ে শেষ হলো বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের তিন দিন ধরে চলা এডুমেকার ল্যাপটপ মেলা। উপচেপড়া ভিড়ের মধ্যে শেষ দিনে ছিলো বিরামহীন উত্তেজনা আর ধুমধাম কেনা-বেচা।

মূল্যছাড় আর উপহারের ছড়াছড়িতে ক্রেতারাও যেমন বাজেট মিলিয়ে পণ্য কিনে ঘরে ফিরেছেন, তেমনি কেনাবেচায় সন্তুষ্ট বিক্রেতারাও। আর প্রযুক্তিবিদদের মতে, অভাবনীয় সাড়ার মাধ্যমে প্রজন্ম ও প্রযুক্তির জয় হয়েছে।

মেলার শেষ প্রহরে জাগো নিউজকে কথাটি বলেন, দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধারাকে নতুন প্রজন্ম অনেক দূর নিয়ে যাবে। এই ধারা অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ হবে বিশ্বের অভিভাবক।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শুরু হওয়া তিনদিনের এ মেলার তৃতীয় দিন সকালেও আগের দিনের মতো ক্রেতা-দর্শকদের উপস্থিতি ছিলো প্রচুর। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের তুলনায় শেষ দিনে উপহার, মূল্যছাড় বেশিই পাওয়া যায়।

সেই প্রত্যাশায় ক্রেতারা পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় হাজির হন। দেখে-শুনে আর দর কষাকষির মাধ্যমে সবাই যেনো সেরা পণ্য সেরাদামে পেতে চান। প্রত্যাশার চেয়ে ক্রেতারা একটু বেশি পাওয়ায় কাউকেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে না। সবাই ল্যাপটপ, ট্যাবলেটসহ বিভিন্ন কম্পিউটার পণ্য কিনে ঘরে ফিরছেন।

lap
গত তিনদিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মধ্যম মানের ল্যাপটপগুলো। এছাড়া যাদের বাজেট বেশি ও কাজের সুবিধার জন্য হাই কনফিগারেশনের ল্যাপটপ দরকার তারাও কয়েক হাজার টাকা ছাড়ে এসব ল্যাপটপ কিনছেন। সঙ্গে এক বা একাধিক উপহারও পেয়েছেন ক্রেতারা।

এবার প্রযুক্তির নানা যন্ত্রাংশ ও এক্সেসরিজও ভালো বিক্রি হয়। বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে মাউস, কিবোর্ড, পেনড্রাইভের মতো নানান যন্ত্রাংশের প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। মূলত দাম কিছুটা কম হওয়ায় এসব যন্ত্রাংশ ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

কম্পিউটার সোর্সের বিজনেস ম্যানেজার শাহরিয়ার তানজিদ জানান, ল্যাপটপ মেলায় নিত্যনতুন ও সর্বাধুনিক প্রযুক্তির গ্যাজেটগুলো বেশি বিক্রি হয়েছে। মেলায় ব্লুটুথ নির্ভর গ্যাজেটগুলোর চাহিদা বেশি। পোর্টেবল স্পিকার, ব্লুটুথ হেডফোনও ভালো বিক্রি হয়েছে।

lap
মিরপুর থেকে আসা এহসান পারভেজ পার্থ জাগো নিউজকে বলেন, ল্যাপটপ মেলা হবে জানতে পেরে প্রায় সপ্তাহ ধরে অপেক্ষা করছিলাম। প্রথম ও দ্বিতীয় দিনে এসেছিলাম। বুঝলাম শেষ দিনে আরও বেশি ছাড় পাওয়া যেতে পারে। প্রথমে কোর আই থ্রি ল্যাপটপ কেনার ইচ্ছা থাকলেও অনেক বেশি মূল্যছাড় ও উপহার থাকায় কোর আই ফাইভের ল্যাপটপ কিনে বাড়ি যাচ্ছি।

মেলায় ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেটও বিক্রি হয়েছে প্রচুর। ট্যাবলেটভেদে ২ থেকে ৫ হাজার টাকা ছাড় পাওয়া যায় মেলায়। প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় শেষ দিনে বিক্রির ধুম পড়েছিল। ক্রেতারা তাদের পছন্দসহ ট্যাবলেট কিনছেন।

এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এডুমেকার’। সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।