ক্ষতিকারক কন্টেন্টে জরিমানা গুনতে হবে ফেসবুক-টুইটারকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও টিকটকের অবৈধ কন্টেন্ট সরানো ও সেগুলোর প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ব্রিটেন। নিয়মানুযায়ী কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট এই নিয়ম ভাঙলে তাদের সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা কোম্পানির ১০ শতাংশ টার্নওভার জরিমানার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ব্রিটেনে এ সংক্রান্ত একটি বিধি চালু করা হয়। এক বছর পরে সেটিকে আইন হিসেবে কার্যকর করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিটেনের নতুন নিয়মানুযায়ী, যে সাইটগুলো ক্ষতিকারক ও অবৈধ কন্টেন্ট প্রকাশ করে এই নিয়ম ভাঙতে পারে সেগুলো বন্ধ করে দেয়া হবে এবং ওই ধরনের কন্টেন্টের জন্য সিনিয়র ম্যানেজাররা দায়বদ্ধ থাকবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে শিশুদের ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ক্ষতিকারক কন্টেন্ট থেকে বাঁচাতে এই বিধিমালা তৈরি করা হয়েছে। সরকার বলছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে টেকনোলজির প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি দায়িত্ববান হওয়া প্রয়োজন।

ব্রিটেনের ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন বলেন, ‘আমরা শিশু ও দুর্বল ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রযুক্তির জবাবদিহিতার নতুন যুগে প্রবেশ করছি। এই খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ও বাক-স্বাধীনতার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকমকে এই জরিমানা করার ক্ষমতা দেয়া হবে। নিয়মানুযায়ী কোনো কোম্পানি নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা বিশ্বব্যাপী কোম্পানিটির ১০ শতাংশ পর্যন্ত টার্নওভার জরিমানা করার ক্ষমতা থাকবে।

চলতি বছরে ফেব্রুয়ারিতে ফেসবুক ও গুগল জানিয়েছিল, তারা সরকারের সঙ্গে এই বিধিমালা নিয়ে কাজ করবে। উভয় সংস্থা জানিয়েছিল, তারা সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং এই ধরনের কন্টেন্ট কিভাবে বন্ধ করা যায় সেজন্য তারা ইতিমধ্যে তাদের নীতিমালা ও পরিচালন পদ্ধতির মধ্যে পরিবর্তন এনেছে।

তবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অনলাইন সাংবাদিকতা ও সংবাদপত্রে পাঠক মন্তব্যের ক্ষেত্রে এই বিধিমালা গণ্য হবে না।

সূত্র: রয়টার্স

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।