রবি’র সঙ্গে প্রশিকার কর্পোরেট চুক্তি সই


প্রকাশিত: ১১:১০ এএম, ১১ নভেম্বর ২০১৫

বিশেষ কল রেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি ও ইন্টারনেটসহ অন্যান্য সুবিধা উপভোগ করতে মোবাইল ফোন অপারেটর ‘রবি’ আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা প্রশিকা।

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রশিকার প্রধান কার্যালয়ে সম্প্রতি রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ ও প্রশিকার ডিরেক্টর কাজী রুবায়েত আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় প্রশিকার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. কাজী ফারুক আহমেদ ও চিফ এক্সিকিউটিভ কাজী খাজে আলম উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশিকার টিম লিডার কাঞ্চন উদ্দিন খান ও সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর কাজী খালিদ শামস এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন, জেনারেল ম্যানেজার মো. এনায়েতুল করিম ও ম্যানেজার মো. আহমেদ শায়ের চৌধুরী।

উল্লেখ, রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনক. এর একটি সম্মিলিত উদ্যোগ। রাজস্বের ভিত্তিতে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা জুন ২০১৫ পর্যন্ত ২ কোটি ৭৪ লাখ। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০টি’র বেশি অপারেটরকে সংযুক্ত করেছে।

এসআই/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।