বকেয়া আদায়ে রাজনৈতিক হস্তক্ষেপ নেয়ার আভাস


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১০ নভেম্বর ২০১৫

বিভিন্ন অপারেটরের কাছে বকেয়া সংগ্রহ করতে রাজনৈতিক হস্তক্ষেপ নেয়ার আভাস দিলের বাংলাদেশ টেলিকমিউকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর নতুন চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেছেন, ‘বকেয়া সংগ্রহে কেবল আমাদের আইন বিভাগই কাজ করছে না, বিভিন্ন আইন প্রতিষ্ঠানও এই ইস্যুতে জড়িত। আপনারাও (সাংবাদিক) জানেন এক সময় এই ইস্যুটির কেবল একটি আইনগত দিক থাকে না, বকেয়া আদায় না হলে আমি ইস্যুটি সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে উত্থাপন করবো।’

সাংবাদিকদের সঙ্গে প্রথম সভায় ড. মাহমুদ আগামী তিন মাসের জন্য তার কর্ম তালিকার শীর্ষে রেখেছেন কল টার্মিনেশন। তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে কল টার্মিনেশনের একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করা। দ্বিতীয় অগ্রাধিকার হবে মোবাইল ফোন ব্যবহারকারীদের মানসম্মত সেবা নিশ্চিত করা। তৃতীয় কাজ হবে বিটিআরসি’র বিরুদ্ধে বিরাজমান যে কোনো ধরনের মিথ্যা প্রচারণার অবসান ঘটিয়ে এর প্রতি জনগণের আস্থা বাড়ানো।

গত ২৬ অক্টোবর ড. শাহজাহান মাহমুদ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের দায়িত্ব গ্রহণ করেন। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সেলুলার ফোনসহ বিভিন্ন অপারেটরের কাছে বিটিআরসি’র কয়েকশ’ কোটি টাকা বকেয়া রয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।