বাংলায় গুগল ভয়েস সার্চ


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৬ নভেম্বর ২০১৪

গুগল ভয়েস সার্চ শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে পাওয়া যায়। তবে এবার অন্যান্য ভাষাতেও ভয়েস সার্চ সেবা চালু করার ঘোষণা দিয়েছে গুগল।

গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দান এক বিবৃতিতে জানিয়েছেন, গুগল এবার হিন্দি ভাষায় ভয়েস সার্চ সেবা চালু করতে যাচ্ছে। এছাড়া তামিল, মারাঠি ও বাংলা ভাষায়ও গুগল ভয়েস সার্চ সুবিধা দেয়ার জন্য কাজ শুরু করেছে গুগল।

গুগল ভয়েস সার্চের সুবিধা হচ্ছে, কিবোর্ড ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায়।  এজন্য গুগল ক্রোমে সার্চের বক্সের মাইক্রোফোন আইকনে কিক করে ভয়েস কমান্ড অপশনটি সক্রিয় করতে হবে। এরপর শুধু বলতে হবে ‘ওকে, গুগল’ এবং আপনি যা খুঁজে পেতে চান তা বলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।