ফেসবুকে মিউজিক শেয়ারিং অ্যাপ চালুর ঘোষণা


প্রকাশিত: ১১:৩২ এএম, ০৭ নভেম্বর ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিউজিক শেয়ার সেবা চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন ফিচারটির নাম দেয়া হয়েছে মিউজিক স্টোরিস। এর মাধ্যমে বন্ধুদের শেয়ার করা গান বা অ্যালবামের প্রথম ৩০ সেকেন্ড শোনা যাবে। খবর বিবিসির।

ফিচারটির মাধ্যমে মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই ও অ্যাপল মিউজিকের সেবা ব্যবহার করে বন্ধুদের গান শেয়ার করা যাবে। একইসঙ্গে গান পছন্দ হলে যে মিউজিক স্ট্রিমিং সাইট থেকে ফেসবুকে স্ট্রিমিং করা হয়েছে তাদের কাছ থেকে গান বা অ্যালবাম কেনা যাবে অথবা গানগুলো পরে শোনার জন্য সেভ করতে পারবে।
 
অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা মিউজিক স্টোরিস অ্যাপটির মাধ্যমে নতুন এ সুবিধা উপভোগ করতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ফিচারটির সঙ্গে আরো মিউজিক স্ট্রিমিং সেবা শিগগিরই যোগ করার পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন দুনিয়ায় মিউজিক শেয়ারের এ সুবিধাকে ভিডিও সেবার সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।