আইফোন ১২ আসছে মঙ্গলবার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৮ অক্টোবর ২০২০

আসছে মঙ্গলবার ‌‌‘বিশেষ অ্যাপল ইভেন্ট’ আয়োজন করছে অ্যাপল। এই ইভেন্টেই উন্মুক্ত হতে পারে আইফোন ১২।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। তবে সেখানে আইফোন ১২ উন্মুক্ত করার কোন তথ্য দেয়া হয়নি।

এতে পরিচিত অর্ধেক খাওয়া আপেল লোগোসহ কয়েকটি সার্কেল দেখা যাচ্ছে। যেখানে শুধুমাত্র দুটি শব্দ লেখা আছে - "Hi, Speed"।

অনেকেই মনে করছেন এই শব্দ দুটি সম্ভবত ফাইভ জি স্পিডের দিকে ইঙ্গিত করছে। আশা করা হচ্ছে নতুন আইফোনের মডেলগুলোতে হাই-স্পিড ফাইভ জি কানেকশন সাপোর্ট করবে।

অনেকে বলছেন ওই ইভেন্টে আইফোন ১২, আইফোন ১২ ম্যাক্স, আইফোন ১২ প্রো,আইফোন ১২ প্রো ম্যাক্স উন্মুক্ত হতে পারে।

আইফোন ১২ ফোনটি হবে ৫.৪ ইঞ্চি, আইফোন ১২ ম্যাক্স ৬.১ ইঞ্চি, আইফোন ১২ প্রো ৬.১ ইঞ্চি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটি হবে ৬.৭ ইঞ্চি।

সূত্র বলছে, আইফোন ১২ মডেল ৬৪৯ মার্কিন ডলারে পাওয়া যাবে। নতুন আইফোন সংস্করণভেদে ৬৪৯ মার্কিন ডলার থেকে ১ হাজার ৯৯ ডলারে কিনতে পারবেন গ্রাহক।

অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।