ক্যাবল টিভি নেটওয়ার্কের ভাড়া তুলছে অন্যরা
রাজধানীর বিভিন্ন এলাকায় ক্যাবল টিভি নেটওয়ার্ক মালিকদের না জানিয়ে পেশী শক্তি ব্যবহার করে গ্রাহকদের কাছে থেকে অন্যরা মাসিক ভাড়া তুলে নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে `সন্ত্রাসী হঠাও ক্যাবল টিভি বাঁচাও` শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ জানানো হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মাহমুদ লিখিত বক্তব্য বলেন, বর্তমানে দেশে ২৫টির বেশি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। জাতীয় জীবনে এসব টিভির গুরুত্ব থাকা সত্ত্বেও এ খাতে রয়েছে নানা সমস্যা। যা বর্তমানে আরো প্রকট হয়ে দেখা দিয়েছে।
রাজনৈতিক পরিচয়ে পেশী শক্তির প্রয়োগ করে ক্যাবল টিভি নেটওয়ার্ক দখল করে নিচ্ছে বলেও অভিযোগ জানানো হয়।
এ ধরনের ঘটনা রাজধানীর বাইরের বিভিন্ন জেলা উপজেলায় হচ্ছে জানিয়ে ক্যাবল টিভি আইন-২০০৬ প্রয়োগ করে ব্যবসায় নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা আকরামুল হক, শহিদুল ইসলাম, মাসুদ রানাসহ অন্যান্য জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএস/একে/পিআর