১৭ ফেসবুক অ্যাকাউন্ট তথ্যের খোঁজে সরকার


প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৫ নভেম্বর ২০১৪

ফেসবুকের কাছে ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট সাতটি অনুরোধের মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে। সম্প্রতি ফেসবুক তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অবশ্য ফেসবুক এই তথ্য দেয়নি বলেই প্রতিবেদনে দেখিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের প্রথমার্ধে সরকারিভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার গত বছরের শেষার্ধের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। খবর- বার্তা সংস্থা রয়টার্স

ফেসবুকের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য ৩৪ হাজার ৯৪৬টি অনুরোধ করেছে।

এছাড়া একই সময়ে স্থানীয় আইনের বাধ্যবাধকতায় ফেসবুকে কনটেন্ট সরিয়ে ফেলার হারও ১৯ শতাংশ বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।