ফায়ার ফক্সে আসছে মিডিয়া কন্ট্রোল ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৮ আগস্ট ২০২০

প্রিন্ট প্রিভিউ ফিচার যোগ করার পর ফায়ার ফক্সের ৮১ ভার্সনে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল ফিচার নিয়ে কাজ শুরু করে মোজিলা। খবর টেকডোজের

মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল ফিচার যোগ হলে ওয়েব ব্রাউজারে চলতে থাকা অডিও-ভিজুয়ালগুলো হেডসেট বা কিবোর্ডের সাহায্য ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে।

সাধারণত যখন কোন মিডিয়া প্লেয়ারে অডিও বা ভিজুয়াল প্লে হয় তখন আমরা কিবোর্ডের মাধ্যমে চালু/বিরতি অথবা বন্ধ করে থাকি, এমনকি স্ক্রিনশট, শব্দের নিয়ন্ত্রণসহ আরও অনেক কাজ করে থাকি।

ঠিক তেমনই মিডিয়া প্লেয়ারগুলোর মত একধরনের ফিচার নিয়ে আসছে ফায়ার ফক্সের এই মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল।

ইতিমধ্যে ওয়েব ব্রাউজার ক্রোমে এই মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলের ফিচার যোগ করেছে গুগল। ফায়ার ফক্সের ৭১ ভার্সনে এই ফিচার রয়েছে গ্রাহকদের জন্য। যদিও ফিচারটি ডিজেবল করা রয়েছে সকল ফায়ার ফক্সে।

ফিচারটি আনেবল করতে হলে গ্রাহককে প্রথম ফায়ার ফক্স ভার্সন ৭১ চালু করে সার্চ বারে “about:config” লিখে “Enter” চাপতে হবে। পরে কনফিগারেশন পেইজ আসার পরে “dom.media.mediasession.enabled” খুঁজে প্রেফারেন্স ভ্যালু “enable” করে দিলেই গ্রাহক ফিচারটি উপভোগ করতে পারবেন।

ফায়ার ফক্সের ৮১ তে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলের ফিচার চালু করতে-

1. ফায়ার ফক্স চালু করুন।

2. সার্চ বারে “about:config” লিখে “Enter” চাপুন

3. পেইজ আসার পরে “media.hardwaremediakeys.enabled” খুঁজে প্রেফারেন্স ভ্যালু “true” করে দিন

4. ফিচারটি অফ করতে চাইলে প্রেফারেন্স ভ্যালু “false” করে দিন।

আশরাফুল আলম খন্দকার/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।