আইসিপিসির অনলাইন প্রিলিমিনারি কনটেস্টের তারিখ পরিবর্তন
সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ACM-ICPC, 2014 Asia Regional Dhaka Site Online Preliminary Contest -এর তারিখ পিছিয়ে দিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১ নভেম্বর শনিবার দুপুর দুইটা থেকে অনলাইনে এই প্রতিযোগীতার ব্যাবস্থা করা হয়েছিল যেখানে প্রায় ৮০০টি প্রতিযোগী দল আবেদন করেছিল। প্রতিযোগিতার জন্য সামগ্রিক প্রস্তুতির পাশাপাশি বিইউবিটি এবার প্রথমবারের মত প্রতিযোগিতার মান নিয়ন্ত্রণের জন্য মোবাইল পরিদর্শক টিমের ব্যাবস্থা করে। কিন্তু সফল প্রস্তুতির পরেও শেষ মুহুর্তে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে বুয়েট, শাহাজালালসহ দেশের বিভিন্য বিশ্ববিদ্যালয় থেকে একযোগে ফোন আসতে থাকে। তাই প্রতিযোগীতাটি পিছিয়ে ৮ নভেম্বর তারিখে দুপুর দুইটায় নেয়ার সিদ্ধান্ত নেয় বিইউবিটি-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এই অনলাইন কনটেস্ট এর রেঙ্কিং অনুযায়ী প্রত্যেক ভার্সিটি পাবে প্রধান কন্টেস্টে যোগদানের কোটা।
উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায়ে অনেক যাচাই বাছাইয়ের মাধ্যমে এই বছর ACM-ICPC, 2014 Asia Regional Dhaka Site এর আয়োজনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে বি ইউ বি টি নির্ধারিত হয়েছে। ৫ ও ৬ ডিসেম্বর মিরপুর সেকশন ২-এ অবস্থিত বিইউবিটি-এর নিজস্ব ক্যাম্পাসে মুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিযোগী দল অংশগ্রহণ করবে।