ধারণার চেয়েও বেশি সুন্দর তাজমহল : জুকারবার্গ
‘আমি যতটা ভেবেছিলাম তাজমহল তার চেয়েও অনেক বেশি মনোমুগ্ধকর। মানুষ যে কী গড়তে পারে, আর ভালবাসা যে আমাদের কী তৈরি করতে অনুপ্রাণিত করতে পারে, তাজমহল না দেখলে তা বিশ্বাস করা যায় না।’ মঙ্গলবার তাজমহল দেখার পর এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
জুকারবার্গ আরো লিখেন, টাউন হলে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে ভারতে এসেছি। তাজমহল দেখার একটা প্রবল ইচ্ছা মনে ছিল। এখানে আসার পর দেখলাম যতটা ভেবেছিলাম তাজমহল তার থেকে অনেক বেশি সুন্দর।
মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তির সামনে নিজের বসে থাকার ছবিও পোস্ট করেন জুকারবার্গ। সেকেন্ডের মধ্যে ছবিটিতে ঝড়ের বেগে লাইক পড়তে থাকে। এ পর্যন্ত ছবিটিতে লাইক পড়েছে ১০ লাখ এবং কমেন্ট করেছেন ২২ হাজার মানুষ। ছবিটি শেয়ার করেছেন ২০ হাজার মানুষ।
প্রসঙ্গত, ভরতের দিল্লিতে এক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকার জন্য তিনি ভারতে এসেছেন। আমেরিকার পর সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ভারতে। সংখ্যাটা ১৩ কোটির বেশি। সেই ভারতের সঙ্গেই সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্য নিয়ে এসেছেন জুকারবার্গ।
এআরএস/এমএস