ত্বক সম্পর্কিত সমৃদ্ধ সাইট ইউটিউব
ত্বকের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে গুগলের ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট ইউটিউবে। শুধু সমসাময়িক সময়ে অনুষ্ঠিত কোনো ইভেন্টের ভিডিওর জন্যই নয়, ইউটিউব এখন ত্বক সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানার অন্যতম মাধ্যম বলে ডার্মাটোলোজি অনলাইন জার্নালের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে আসে।
ডার্মাটোলোজি অনলাইন জার্নালের বিবৃতি অনুযায়ী, ত্বকের ক্যান্সারসহ অন্যান্য সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট গবেষক, জার্নাল ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন ইউটিউবকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন উল্লেখযোগ্য হারে। এছাড়া ওয়েবসাইটটিতে ত্বকসংশ্লিষ্ট মোট ১০০টি ভিডিও ৪ কোটি ৭০ লাখ বার প্রদর্শিত হয়েছে বিশ্বব্যাপী বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ভিডিওগুলো মোট ১ লাখ ১ হাজার ১৭৩ বার শেয়ার করা হয়েছে।
এ বিষয়ে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ডার্মাটোলোজির প্রভাষক চ্যানটি করিমখানি জানান, একজন আগ্রহী ব্যবহারকারী বিশ্বের কোত্থা থেকে বলছেন, সেটা কোনো বিষয় নয়। তবে এ প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম কীভাবে উপকারে আসছে, সেটাই বড় বিষয়। করিমখানির ভাষ্যমতে, ইউটিউবে ২৫ শতাংশ ভিডিও রয়েছে, যেগুলো ত্বক বিষয়ে পড়াশোনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ। এছাড়া ত্বকের যত্নকে কেন্দ্র করে ২৫ শতাংশ ভিডিও রয়েছে, যেগুলো বিভিন্ন গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট।
এদিকে গ্রাহকরা চাইলে সরাসরি ত্বক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবেন। এজন্য ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের নম্বর সরবরাহ করা রয়েছে। বিবিসি