স্পেকট্রাম সায়েন্স ক্লাবের বিজ্ঞান উৎসব ২৩-২৫ জুলাই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ১৪ জুলাই ২০২০

করোনাভাইরাসে হাঁপিয়ে ওঠা স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক বিজ্ঞান উৎসব আয়োজন করেছে স্পেকট্রাম সায়েন্স ক্লাব। ‘স্কলারস হোম প্রেজেন্ট স্পেকট্রাম ফ্যান্টাসায়েঞ্জা ১.০’ শিরোনামে এ উৎসব আগামী ২৩ জুলাই থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে সারাদেশ এমনকি দেশের বাইরেও বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

এতে অলিম্পিয়াড (সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ফটোগ্রাফি), লোগো ডিজাইন, সাই-ফাই স্টরি রাইটিং, সাই-ফাই জার্নালিজম, গেম-স্ক্রিনশট, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং প্রজেক্ট প্রদর্শনী।

এছাড়াও রয়েছে একক কুইজ, ফটোগ্রাফি কনটেস্ট এবং বর্তমানের জনপ্রিয় গেম পাবজি টুর্নামেন্ট। ইভেন্টগুলোতে রয়েছে ১৩ হাজার টাকার নগদ পুরস্কার। প্রতিযোগীদের জন্য রয়েছে অংশগ্রহণ সনদ এবং বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ সনদ। এছাড়াও রয়েছে রোবটিক্স, ড্রোন ও ফটোগ্রাফি কর্মশালা।

দেশ ও বিদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ইতোমধ্যে ক্যাম্পাস প্রতিনিধি বাছাই সম্পন্ন হয়েছে। সেরা এবং যোগ্য প্রতিনিধি এবং প্রতিযোগী সবার জন্য আছে প্রাপ্য সম্মাননা। অংশগ্রহণের জন্য আরও তথ্য পাওয়া যাবে এই Fantascienza1point0 লিঙ্কে।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।