সার্চ অপশন হালনাগাদ করছে ফেসবুক


প্রকাশিত: ০৬:০১ এএম, ২৬ অক্টোবর ২০১৫

ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতে সার্চ অপশন হালনাগাদ করছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। এর ফলে পাবলিক পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম স্টকি নিজের ব্লগ পোস্টে জানান, ফেসবুক সার্চকে হালনাগাদ করা হচ্ছে। বন্ধু ও পরিবারের সদস্যদের সহজে খোঁজার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে বের করার প্রক্রিয়াটিও সহজ হচ্ছে।

তিনি আরো জানান, নতুন প্রাইভেসি ফিচার সেটিংস ও টুলসের মধ্যে ব্যবহারকারীরা একটি সেকশন পাবেন যার নাম হবে ফিউচার পোস্ট। এ ফিচারের অধীনে কোন পোস্টটি পাবলিক পোস্ট করে রাখা যাবে তার নিয়ন্ত্রণ সুবিধা পাবেন ব্যবহারকারী। গুগলের সার্চ রেজাল্টে কয়েক সেকেন্ডের মধ্যেই ফেসবুকের সার্চ রেজাল্টে দেখা যাবে।

ফেসবুকে যে বিষয়টি বহুল আলোচিত তা খুঁজে বের করার প্রক্রিয়াও সহজ করা হচ্ছে বলে জানান তিনি।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।