অনলাইনে ট্যালেন্ট ট্রানজিশন প্রতিযোগিতা
ট্যালেন্ট ট্রানজিশন- ২০২০ শীর্ষক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে ইভোল্যুশন ৩৬০।
৫টি বিভাগ নিয়ে আয়োজিত এই অনলাইন প্রতিযোগিতায় থাকছে ফটোগ্রাফি, আর্টওয়ার্ক, স্টোরি রাইটিং, মিম মেকিং, আর্টিকেল রাইটিংয়ের মতো বিষয়ে অংশগ্রহণের সুযোগ। যেখানে বিজয়ীদের জন্য মোট ৮,০০০ টাকার পুরস্কার।
এছাড়া সার্টিফিকেট এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ দেয়া হবে। প্রতিযোগিতাটির বিচারক হিসেবে থাকছেন প্রীত রেজা, সাকিব বিন রশিদ, বেনজির আবরার, এলিটা করিমসহ দেশের কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারবেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি উপমা আহমেদ বলেন, যেকোনো পরিস্থিতিতে তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুন্দর সমাজ, দেশ ও বিশ্ব গঠন করা সম্ভব এবং ইভাল্যুশন ৩৬০ এ লক্ষ্য বাস্তবায়নেই সচেষ্ট। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা জুন মাসজুড়ে চলছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা ২৬ জুন, ২০২০ পর্যন্ত এবং ফলাফল জুলাইয়ের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। অনলাইন উৎসবটিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ৪২টি ক্লাব এবং ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন, ক্লাব ও স্ট্র্যাটজিক পার্টনার হিসেবে কাজ করছে।
প্রতিযোগিতার মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম। কো-হোস্ট হিসেবে রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এএ