সফটওয়্যার বাজারে বাংলাদেশও বড় অংশীদার হতে পারবে


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

আইসিটি বিভাগ ও বেসিসের উদ্যোগের পাশাপাশি অ্যাপস ডেভেলপমেন্টে সবার সহযোগিতা বাড়লে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি বাজারে বাংলাদেশও বড় অংশীদার হতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)`র সভাপতি শামীম আহসান।

শুক্রবার বিকেলে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্ট এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাত থেকে বিলিয়ন ডলার রফতানি আয়ের যে লক্ষ্য বাস্তবায়ন করছি সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে অ্যাপস ডেভেলপমেন্ট। বিশ্বব্যাপি বিলিয়ন ডলারের অ্যাপস বাজারে আধিপত্য বিস্তার করছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ। ইতোমধ্যে বাংলাদেশি ডেভেলপাররা অনেক ভালো করছে। আইসিটি বিভাগ ও বেসিসের উদ্যোগের পাশাপাশি অ্যাপস ডেভেলপমেন্টে সবার সহযোগিতা বাড়লে এ বিশাল বাজারে বাংলাদেশও বড় অংশীদার হতে পারবে।

‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, গ্রামীণফোনের হেড অব ইন্টারন্যাল কমিউনিকেশনস খায়রুল বাশার প্রমুখ।

গুগলের পৃষ্ঠপোষকতায় গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এ ডেভফেস্টের আয়োজন করে। আলোচনার পাশাপাশি এতে রোবট প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।