জাগো নিউজের খবর পাওয়া যাচ্ছে ইমোতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৬ জুন ২০২০

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ইমোর পাবলিক সার্ভিসে পাওয়া যাচ্ছে জাগো নিউজের খবর। পাঠকের চাহিদার ভিত্তিতে সর্বশেষ, আলোচিত ও নির্বাচিত খবরগুলো ইমোতে প্রকাশ করা হচ্ছে।

মঙ্গলবার জাগোনিউজ২৪.কম এর কার্যালয়ে ইমো ও জাগো নিউজের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইমোর বাংলাদেশের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল হক, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার নিল ইয়াং এবং জাগো নিউজের পক্ষে ব্যবস্থাপক (ডিজিটাল) মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে ইমো বেশ জনপ্রিয়। জাগো নিউজের ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও ইমো থেকে পাঠকরা সর্বশেষ খবর জানতে পারবেন। খবরের পাশাপাশি আমাদের চ্যানেলে ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। আশা করি এর মাধ্যমে পাঠকের সঙ্গে জাগো নিউজের সম্পর্ক আরো দৃঢ় হবে।

বিশ্বের প্রায় ১৫ কোটি মানুষ ইমো ব্যবহার করে। ইমো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। প্রতিদিন ইমো ব্যবহার করে বাংলাদেশে ১৫ কোটি ফ্রি কল, ভিডিও এবং ছবি আদান–প্রদান করা হয়।

ইমো’র মাধ্যমে ফ্রি এইচডি কল করা যায় এবং অন্যান্য আইএম অ্যাপ্লিকেশন থেকে প্রায় ৩০ ভাগ ডাটা খরচ বাঁচানো যায়। এছাড়া ইমোতে ১ লাখ সদস্য নিয়ে গ্রুপ করা যায়। এরকম ১০ লাখের বেশি সক্রিয় গ্রুপে সদস্যরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।