স্মার্টফোনের মুছে ফেলা তথ্য উদ্ধার সম্ভব
আমরা অনেকেই পুরনো স্মার্টফোন বিক্রি করে নতুন স্মার্টফোন কিনে থাকি। বিক্রি করার আগে এসব স্মার্টফোনের তথ্য মুছে দিলেও তা সফটওয়্যারের মাধ্যমে উদ্ধার করা সম্ভব, জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট।
প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের প্রেসিডেন্ট জুডি ম্যাককুলান জানান, অনলাইন থেকে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন মডেলের পুরনো স্মার্টফোন কিনে সেগুলোতে থাকা প্রায় ৪০ হাজার ব্যক্তিগত ছবি, ই-মেইল ও বার্তা উদ্ধার করা হয়েছে। বিক্রির আগে এসব তথ্য মুছে ফেলা হলেও সফটওয়্যারের মাধ্যমে তা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জনপ্রিয় বিকিকিনির সাইট ইবেতে প্রতিদিন প্রায় ৮০ হাজার পুরনো স্মার্টফোন বিক্রি হয়। এর মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের পরিচয় ও তথ্য বিক্রি হয়ে যাচ্ছে।