রোববার দায়িত্ব নিচ্ছেন বিটিআরসির নতুন চেয়ারম্যান


প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২১ অক্টোবর ২০১৫

আগামী রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন  প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সাবেক সভাপতি। বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।

প্রকৌশলী শাহজাহান মাহমুদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাশ করে সরকারি চাকরিতে যোগ দেন। পরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আশ্রয় গ্রহণ করেন। এক সময়ের এই সরকারি কর্মকর্তা বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।

এদিকে তিন বছর দায়িত্ব পালন শেষে বুধবার বিটিআরসির চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন সুনীল কান্তি বোস। বিটিআরসির সম্মেলন কক্ষে শেষ কর্মদিবসে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি দাবি বলেন, তার সময়ের যেমন কলের পরিমাণ বেড়েছে, তেমনি ভিওআইপির মতো অবৈধ কলের সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তবে সুনীল কান্তি বোস বিটিআরসির চেয়ারম্যান পদে থাকাকালে কমিশন সাংবাদিকবান্ধব ছিলো না বলে গণমাধ্যম কর্মীরা তার প্রতি সরাসরি অভিযোগ করেন। এ সময় কিছুটা বিচলিত হয়ে পড়েন তিনি।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।