এবার বাজারে আইফোন আনছে রবি
আসছে নভেম্বরের শুরু থেকে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন সিক্স এস ও আইফোন সিক্স এস প্লাস বাজারে আনবে রবি। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগ্রহী ক্রেতারা শুক্রবার (২৩ অক্টোবর) থেকে www.robi.com.bd সাইটটি ভিজিট করে নিবন্ধন করতে পারবেন। আই ফোন সম্পর্কে জানতে www.apple.com/iphone সাইটটি ভিজিট করতে পারেন।
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটিডকোমো ইনক. এর একটি সম্মিলিত উদ্যোগ। রাজস্বের ভিত্তিতে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৪ লাখ।
১২ হাজার ৬৭৯টি ২.৫ জি বিটিএস ও ২ হাজার ৪৫০টি ৩.৫জি বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯ শতাংশ জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০টির বেশি অপারেটরকে সংযুক্ত করেছে।
রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা সর্বাধুনিক আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস বাংলাদেশের বাজারে আনা ঘোষণা দেয় মোবাইল অপারেটর গ্রামীণফোণ। আগামী ৫ নভেম্বর বাজারে উন্মুক্ত করা হবে ফোন দুইটি।
আরএম/বিএ